• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লংমার্চে দুর্বৃত্তদের হামলায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে  

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২০, ১৬:৪৭
injured, treated, long march, rtv
লংমার্চে দুর্বৃত্তদের হামলায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে  

ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে ছাত্র-ছাত্রী ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে চলমান লংমার্চে ফেনীতে দুর্বৃত্তদের হামলায় আহত প্রায় ৬০ জনকে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হয়েছে বলে জানান লংমার্চের নেতৃবৃন্দ।

এদিকে লংমার্চকে পণ্ড করতে সরকার দলীয় ক্যাডার বাহিনী ও পুলিশকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা বলেন, ফেনীতে লংমার্চের সমর্থনে মিছিল নিয়ে বের হওয়ার পরপরই তাদের মিছিলে হামলা করা হয় এবং তাদের গাড়ি বহরে থাকা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়।
অন্যদিকে নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত জানান, আজকে সাধারণ জনগণ সরকারের বিরুদ্ধে, বিচারহীনতার বিরুদ্ধে এবং সরকারের মাস্তান বাহিনীর বিরুদ্ধে রয়েছে এবং আমরা সাধারণ জনগণের পক্ষ হয়ে আজকে মাঠে নেমেছি। এ লংমার্চ যে কোনো মূল্যে সফল করা হবে।

এদিকে লংমার্চ এর সমর্থনে নোয়াখালীর জেলা শহর মাইজদির টাউন হলে বিকেল ৪টার দিকে সমাবেশ করার কথা রয়েছে।