• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রেনের ধাক্কায় ২০০ ফুট দূরে প্রাইভেটকার, শিশুসহ নিহত চার

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২০, ১৯:০২
In Jessore
অভয়নগরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার

যশোরের অভয়নগরে ট্রেনের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার বিকেলে উপজেলার নওয়াপাড়া ভৈরবব্রিজ রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। হতাহতরা সকলেই প্রাইভেটকারের যাত্রী। নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী ও শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরবব্রিজ থেকে একটি প্রাইভেটকার যশোর-খুলনা মহসড়কের দিকে যাবার সময় খুলনাগামী ট্রেন মহানন্দা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় দু’জন। আহত অপর তিনজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর এক শিশুসহ অপর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, নিহতরা হলেন নড়াইলের বাসিন্দা ইঞ্জিনিয়ার হিরক, তার বন্ধু আশরাফুল, তাদের একজনের স্ত্রী ও সাত বছরের এক শিশুকন্যা। অভয়নগরের এলবি টাওয়ারে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। নিহতেদর ব্যাপারে জানতে নড়াইলে খবর দেয়া হয়েছে। স্বজনরা এলে বাকি পরিচয় জানা যাবে।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পায়ুপথে ৭০ লাখ টাকার সোনা!
বাস থেকে পড়ে যান হেলপার, মাথার ওপর দিয়ে চলে গেল চাকা
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
ভারত থেকে এলো ১ হাজার টন আলু
X
Fresh