• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ২ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২০, ১০:০১
Two fishermen detained, in Chandpur, rtv news
চাঁদপুর

ইলিশ সংরক্ষণে চাঁদপুরে যৌথ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ দুই জেলেকে আটক করা হয়।

এরা হলো, মো. সাইফুল (২২) ও মো. মানকি (২২)। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত হাইমচরের সহকারী কমিশনার (ভূমি) রিগান চাকমার নেতৃত্বে কোস্টগার্ড, ফিসারির সমন্বয়ে হাইমচর, কাটাখালি, ঈশানবালা, চরভরৈবী, সাহেবগঞ্জ, মাঝেরচর এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে হাইমচরের মাঝেরচর এলাকা থেকে নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলার অপরাধে দুইজন অসাধু জেলেকে আটক করা হয়। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

আটককৃত কারেন্টজাল হাইমচরের সহকারী কমিশনার (ভূমি) রিগান চাকমা, হাইমচর কন্টিনজেন্ট কমান্ডার কোস্ট গার্ড আউটপোস্ট ইসহাক আলী, এমসিপিও (এক্স) এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে পুড়ে ফলো হয় এবং ইঞ্জিনচালিত কাঠের নৌকা এবং আসামিদেরকে আইনি প্রক্রিয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা
চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
X
Fresh