• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চার মাসের শিশু মারিয়ার দায়িত্ব নিলেন ডিসি

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২০, ১৮:১৫
DC took charge, of four-month-old, rtv news
ছবি সংগৃহীত

সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) এস.এম মোস্তফা কামাল সৌভাগ্যক্রমে খুনিদের হাত থেকে বেঁচে যাওয়া চার মাসের শিশু মারিয়ার দায়িত্ব নিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে শিশুটির দায়িত্ব নেন তিনি। আপাতত শিশুটিকে দেখভালের জন্য স্থানীয় নারী ইউপি সদস্য (মেম্বার) নাসিমা খাতুনের কাছে বুঝিয়ে দেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) এস.এম মোস্তফা কামাল বলেন, এক পরিবারের স্বামী-স্ত্রী, ছেলে-মেয়েসহ চারজন নির্মম হত্যার শিকার হয়েছেন। তবে চার মাসের এক শিশু সৌভাগ্যক্রমে বেঁচে যায়। খুনিরা শিশুটিকে হত্যা করেনি।

তিনি আরও বলেন, মায়ের গলাকাটা মরদেহের পাশে কাঁদছিল শিশু মারিয়া। শিশুটির এখন আর আপনজন বলতে কেউ নেই। যে কারণে আমি শিশুটির দায়িত্ব নিয়েছি। আপাতত দেখভালের জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছি দেখভালের। শিশুটির পরিবারের কোনও স্বজন শিশুটির দাবি করলে আইনগতভাবে সমাধান করা হবে। শিশুটি এখন থেকে আমার তত্ত্বাবধানে থাকবে।