• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘিওরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২০, ১৮:০০
Mysterious death, of a housewife, rtv news
মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা গ্রামে শ্বশুবাড়িতে বাবলি আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার রাত আটটার দিকে বাবলির ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শশুরবাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও বাবলির স্বজনরা বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

বাবলি কুস্তা গ্রামের মোতালেব হোসেনের ছেলে প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী ও চর ঘিওর গ্রামের বাদল মিয়ার মেয়ে।

বাবলির খালা আসমা আক্তার আরটিভি নিউজকে জানান, দুই বছর আগে সাইফুলের সঙ্গে বাবলির পারিবারিকভাবে বিয়ে হয়। বাবলির স্বামী বিদেশে থাকে।

বিয়ের কিছুদিন পর থেকেই বাবলির শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে দুর্ব্যবহার করতো। গতকাল বুধবার সন্ধ্যার পরে তারা জানতে পারে বাবলি আত্মহত্যা করেছে।

পরে ঘটনাস্থলে গিয়ে বাবলির মরদেহ তারা পায়নি। শ্বশুরবাড়ি থেকে জানানো হয় তার মরদেহ থানায় নিয়ে গেছে।

শ্বশুরবাড়ির লোকজন বাবলির মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলেছে। তারা প্রথমে বলেছে বাবলি বজ্রাঘাতে মারা গেছে। পরে আবার বলে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, বাবলিকে পরিকল্পিতভাবে হত্যা করে তার শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যার নাটক সাজিয়েছে।

এ ব্যাপারে বাবলির শ্বশুরবাড়ির লোকজনের বক্তব্য পাওয়া যায়নি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম আরটিভি নিউজকে জানান, বাবলির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
X
Fresh