• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জলে জুতা খুঁজতে গিয়ে মারা গেলো ইন্টার্নি চিকিৎসক

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২০, ১৭:৫১
The intern doctor, died while looking, rtv news
মানিকগঞ্জ

জুতা খুঁজতে গিয়ে পানিতে তলিয়ে গেলো নুরুজ্জামান রিমন(২৩) নামের এক যুবক।

গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের উপজেলার কলিয়া ইউনিয়নের সিলিমপুর গ্রামের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিমন ওই ইউনিয়নের পাছকলিয়া গ্রামের বিজিবি সুবেদার আব্দুর রহমানের ছেলে। তিনি মেডিকেল এসিস্টেন্ট হিসেবে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন।

দৌলতপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, রিমন তার বন্ধু ও সহপাঠী চুয়াডাঙ্গা জেলার একলাস হোসেনকে নিয়ে তাদের গ্রামে বেড়াতে আসে। সন্ধ্যার পরে সিলিমপুর ব্রিজে দাঁড়িয়ে গল্প করছিল। একপর্যায়ে রিমনের জুতা ব্রিজ থেকে পানিতে পড়ে যায়। পরে পানিতে নেমে জুতা উদ্ধার করতে গিয়ে সে ওই জলাশয়েই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কয়েক ঘণ্টা চেষ্টার পর ২৫ ফিট পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম (ওসি) জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
X
Fresh