• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সরাইলে মাটি ভরাটের নামে টাকা আদায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২০, ২০:১২
Collection of money, in the name of filling, rtv news
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নদী খনন করে উত্তোলন করা বালু দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গাসহ আশপাশের খালি জায়গা ভরাটের জন্য টাকা নেয়ার পরেও কাজ অসম্পন্ন থাকার প্রতিবাদে মানববনন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আজ বুধবার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি মোশারফ হোসেন, স্কুল কমিটির সভাপতি নুরুল ইসলাম, কৃষক মনসুর আলীসহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ড্রেজিংকৃত বালু দিয়ে স্কুলের ৩৩ শতক জায়গাসহ মোট ১১৫ শতক জায়গা ভরাটের জন্য এলাকার ১৯ জনের কাছ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল চার লাখ ৩২ হাজার টাকা নেয়। কিন্তু টাকা নিয়েও কাজ সম্পন্ন না করার বিষয়টি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি মাটি দিতে অপারগতা প্রকাশ করেন।

এ ব্যাপারে তারা সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। পরে এলাকাবাসী অবিলম্বে মাটি ভরাটের কাজ সম্পন্ন করতে অথবা তাদের দেয়া টাকা ফেরতের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh