• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় ভুয়া চিকিৎসক আটক, ৯০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২০, ১৮:৪৯
Fake doctor arrested, in Gaibandha, rtv news
গাইবান্ধা

গাইবান্ধা শহরের সদর হাসপাতাল রোডে বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া চিকিৎসক মো. মোরশেদ আলমকে আজ বুধবার বিকেলে আটক করেছে র‌্যাব।

পরে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে ওই ভুয়া চিকিৎসককে ৯০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

র‌্যাব জানায়, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গাইবান্ধা জেলা ও সদর হাসপাতাল সড়কের বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভুয়া চিকিৎসক মো. মোরশেদ আলমকে আটক করে।

ওই ডায়াগনস্টিক সেন্টারে তিনি দীর্ঘদিন যাবত টাঙ্গাইল জেলার একজনের চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজ নামে চিকিৎসা করে আসছিলেন।

ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদানকালে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. ফয়েজ উদ্দিন মেডিকেল আইনের ২৮ ও ২২ ধারা অনুযায়ী ওই ভুয়া চিকিৎসককে ৯০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।

ওই ভুয়া চিকিৎসকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে তিনি জানান। ভুয়া চিকিৎসক মোরশেদ আলম তাৎক্ষণিক ৯০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে দোষ স্বীকার করেন। আর কখনই এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
X
Fresh