• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সীমান্তে পাখির মতো মানুষ মারলেও বিচার নেই

আরটিভি অনলাইন রিপোর্ট, ঠাকুরগাঁও

  ১১ মার্চ ২০১৭, ১৮:০৮

সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারলেও কোনো বিচার নেই। এ নিয়ে বর্তমান সরকারের কোনো মাথাব্যথা নেই। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী সমির উদ্দিন কলেজ মাঠে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক অধিকার যদি আদায় করতে চান তাহলে সংগ্রামের কোনো বিকল্প নেই। সেজন্য সংগঠন ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, অতীতে এরশাদ ও আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করে তাদের সরিয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। ঠিক তেমনই আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই স্বৈরাচার সরকারকে বিদায় করতে হবে।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, বিএনপির নেতা ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh