• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তালাবদ্ধ ঘরে জ্বলছিল স্বামীর দেয়া আগুন, ফায়ার সার্ভিসের অপেক্ষায় গৃহবধূ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২০, ১৭:৫৬
Husband's fire was burning, in the locked room, rtv news
গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তালাক দেয়ার জের ধরে স্ত্রী আগুন দিয়ে দগ্ধ করেছেন স্বামী। গতকাল মঙ্গলবার দিনগত রাতে হরতকিতলা এলাকার কদ্দুসের বাড়ির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ আজেদা বেগম (২৫) বগুড়ার শিবগঞ্জ থানার চন্দ্রহাটা গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী। তিনি স্থানীয় মাহমুদ জিন্স নামে একটি পোশাক কারখানায় কাজ করেন।

ঘটনার পর থেকে স্বামী মফিজুল ইসলাম পলাতক রয়েছেন। এ ঘটনায় আজ বুধবার বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

দগ্ধ নারীর পরিবার সূত্রে জানা গেছে, দগ্ধ আজেদা বেগম একজন পোশাক শ্রমিক। তার স্বামী মফিজুল ইসলামও কারখানায় কাজা করেন। তারা দুজনেই হরতকিতলা এলাকার কদ্দুসের বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন।

গেলো কয়েকদিন আগে পারিবারিক কলহের জের ধরে আজেদা বেগম তার স্বামী মফিজুলকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে মফিজুল গতকাল মঙ্গলবার দিনগত রাতে তিনটি কক্ষে বাইরে থেকে তালাবদ্ধ করে আগুন ধরিয়ে দেয়।পরে মফিজুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ

বান্ধবীকে ডাকতে গিয়ে বাড়ির মালিকের ধর্ষণের শিকার কিশোরী

হত্যাকারীদের ফাঁসি যেন ওর দাদা দেখে যেতে পারেন: আবরারের মা

স্কুলছাত্রীকে নৌকায় তুলে বিলে নিয়ে গণধর্ষণ

এ সময় ঘরে থাকা আজেদার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘর থেকে ওই নারীকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী আরটিভি নিউজকে জানান, তালাকের জেরেই মফিজুল তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh