• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে ইলিশ সংরক্ষণ অভিযান 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২০, ১৫:১৯
Hilsa, conservation, campaign, Noakhali
ইলিশ ।। ফাইল ছবি

নোয়াখালী জেলার উপকূলীয় এলাকায় মেঘনা নদীতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে 'ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০' শুরু হয়েছে। সারাদেশে আজ ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর ২০২০ পর্যন্ত মোট ২২দিন এ অভিযান চলবে।

এসময় মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২০) উপজেলার সর্বত্র জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং, ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়। উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজন করে।

অভিযান চলাকালে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এসময়ে আইন অমান্যকারীর সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

উপজেলা-মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, এসময় প্রতিদিন হাট-বাজার পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষে পান্তা-ইলিশের একাল-সেকাল
বাজারে বৈশাখী হাওয়ায় বেড়েছে ইলিশ-পোলট্রি মুরগির দাম
চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ অন্যান্য মাছ জব্দ
পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
X
Fresh