• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইজ্জতের হারানো ভয়ে আনোয়ারকে ঘরে ডাকে তরুণী!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২০, ১৬:২৫
The young woman, called Anwar, rtv news
ধর্ষণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি এলাকায় এক নারীর ফোনকল রেকর্ড জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রাম্য পশু চিকিৎসক আনোয়ারের বিরুদ্ধে।

গেলো শুক্রবার রাতে এলাকাবাসী ওই নারীর ঘরের ভেতর থেকে আটক করে ধর্ষণকারীকে।

শনিবার দিনব্যাপী গ্রাম্য শালিসে করে দুই লাখ টাকা জরিমানা করেন।

জরিমানার টাকা ওই নারীকে না দিয়ে শালিশদাররা টাকা নিয়ে যান বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলা গাছবাড়ি এলাকার আফজাল খানের মেয়ের সঙ্গে একই এলাকার মোস্তফার দীর্ঘদিন অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। মোবাইলে তাহাদের সঙ্গে কথোপোথনের অবৈধ সম্পর্কের বিষয়টি ওই এলাকার পশু চিকিৎসক আনোয়ার হোসেন জানতে পেরে কৌশলে নারীর কাছ থেকে মোবাইল সেট নিয়ে তাহার ফোন রেকর্ড নিয়ে নেয়।

পরে আনোয়ার বিভিন্ন সময় ওই নারীকে ফোনে কুপ্রস্তাব দিয়ে আসে। রাজি না হলে ফোন রেকর্ড ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। ইজ্জতের ভয়ে ওই নারী গত শুক্রবার রাতে তাকে বাড়িতে আসতে বলে। ওই পশু চিকিৎস নারীর ফোন পেয়ে চলে আসে। বিষয়টি এলাকার লোকজন টের পেয়ে ওই নারীর বাড়িতে যেয়ে ঘরের দরজা খোলতে বললে পরে ওই নারী কিছুক্ষণ পর দরজা খোলে দিয়ে বলেন, এতো রাতে আপনারা আমার বাড়িতে কেন? এলাকাবাসী লোকজন বলে তোর ঘরের ভেতর আনোয়ার নামে ব্যাক্তি রয়েছে। এলাকাবাসী দুজনকে ঘরের ভেতর রেখে দরজা তালা দিয়ে রেখে দেয়। পরে শনিবার সকালে এলাকার মাতব্বর আজমত আলী মোস্তফা, আজাহার, সাখাওয়াত হোসেন ও স্থানীয় গফুর মেম্বার দুই লাখ টাকা জরিমানা করেন এবং কানে ধরে উঠবস করান। এখনও পর্যন্ত জরিমানা টাকা ধর্ষিতার কাছে দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ

চৌদ্দগ্রামে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় সহযোগীকে নিয়ে পুত্রবধূকে ধর্ষণ

পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন না ওসি প্রদীপ

ধর্ষিতার পিতা আফজাল খান জানান, আমার মেয়েকে জোরপূর্বক স্ট্যাম্পে সই করে মারপিট করেছে। আমি এর সঠিক বিচার চাই।

মাতাব্বর আজাহার জানান, আমি বিচারে ছিলাম না আমি কিছু জানি না।

বোয়ালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার গফুর জানান, আমি মারপিট করিনি কিছু লোকজন তাকে মারপিট করেছে। জরিমানা করা হয়নি। কাজীকে ও চৌকিদারকে কিছু টাকা দেওয়া হইছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী আরটিভি নিউজকে জানান, এ ঘটনায় কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
X
Fresh