• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কালিয়াকৈরে কাশফুলের মোহনীয়, সৌন্দর্য উপভোগে দর্শনার্থীদের ভিড় (ভিডিও)

কালিয়াকৈর(গাজীপুর) সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২০, ১৮:৫৮

শরৎ মানেই যেন প্রকৃতির শুভ্র কাশফুলের স্নিগ্ধতা। আপন মহিমা দিয়ে সেজে উঠে প্রকৃতির সৌন্দর্য্য। মেঘের গর্জনের তালে শরৎ নৃত্য তুলে কাশফুলের দলে। সাদা যেন মনের ভাবনাগুলো নিস্তব্ধতা ভালোবাসা দিয়ে প্রাণের সুর তুলে দেয় কাশফুলের পরশ মমতায়।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় দিগন্ত বিস্তৃত মাঠজুড়ে এখন সাদা মেঘের ভেলা। শরতের এমন মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী। তার সঙ্গে দীর্ঘ নিশ্বাসের আনন্দ যেন ফিরে পেয়েছে ফুলের মায়ার বাঁধনে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলায় প্রায় ১৫টি স্থানে মেদীআশুলাই, কালিয়াদহ, গোয়ালবাতান, বড়ইবাড়ী, বলিয়াদী, হিজলতলী এলাকায় ক্ষেতের আলে, পুকুর পাড়ে অথবা নদীর তীরে কাশফুলের সারি সারি সমারোহ যা চিত্তে দোলা দিয়ে যায়। কাশফুল সাদা ডালি সাজিয়ে বসে আছে পুরো শরৎ জুড়ে। আকাশে নীল সাদা মেঘের বেলার সঙ্গে তাল মিলিয়ে এসব কাশবন মুগ্ধতা ছড়াবে প্রকৃতিতে। প্রকৃতিতে এখন চলছে শুভ্র কাশবনের মন মাতানো রূপের খেলা। আকাশে ধবধবে সাদা মেঘের খেলা শতদল আর মাটিতে মৃদু বাতাসে দুল খাওয়া কাশফুলের নৈসর্গিক সৌন্দর্য দেখতে ভিড় জমাচ্ছেন প্রকৃতি প্রেমিকরা।

দর্শনার্থী ৪র্থ শ্রেণির ছাত্রী মেহেরুন আফরোজ তিশা জানান, কাশফুল দেখে অনেক ভালো লাগছে। প্রতিবছর এখানে মা-বাবার সঙ্গে বেড়াতে আসি।

কালিয়াকৈর (জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ) অধ্যাপক মেজবাহ উদ্দিন সরকার বলেন, কাশফুলের ঐতিহ্য এর সৌন্দর্য উপভোগ আমরা সবাই অপেক্ষায় থাকি। তবে দিন দিন শরতের এই কাশফুলের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। কারণ জমির ব্যবহার অথবা শিল্প কারখানা হয়ে যাওয়ার কারণে এ কাশফুল হারিয়ে যাচ্ছে। এ ফুলকে রক্ষা করার বিশেষ প্রয়োজন।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh