• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের গাড়ি পোড়ানো মামলায় জামায়াতের ২১ কর্মীকে ২ বছরের সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২০, ১৫:২৪
Image of the court
আদালতের চিত্র

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় জামায়াত শিবিরের ২১ নেতা-কর্মীকে ২ বছরের সাজা দিয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় প্রদান করেন। ২১ আসামির মধ্যে ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য ১৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি মোড়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেলা জামায়াতের ২১ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে। পুলিশ তদন্ত শেষে চার্জশিট প্রদান করে। সাক্ষী প্রদান শেষে আদালত এ রায় দেন।

আদালতের রায়ে ২১ জনকে ২ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক মাসের সাজা বাড়বে বলে রায় প্রদান করেন। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ দিদারুল আলম সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ

নারী নির্যাতনসহ যে কোনো অপরাধে কঠোর অবস্থানে সরকার: কাদের

ফেসবুকে প্রেম, অতঃপর বিয়ের প্রলোভনে টানা ৭ দিন ধর্ষণ!

জিএম/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
সড়কে ঝরল কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালকের প্রাণ
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব
X
Fresh