• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে 

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২০, ১০:৪৭
Voting is going, on in Chandpur municipality, rtv news
ফাইল ছবি

আজ শনিবার ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভা নির্বাচন। ভোট দিচ্ছেন পৌরসভার লক্ষাধিক ভোটার। কে হবেন পৌর পিতা? তা জানার জন্য অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত। এই প্রথম ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) চাঁদপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পৌরসভার ১৫ ওয়ার্ডে ৫২টি ভোটকেন্দ্রে চলবে ভোটগ্রহণ।

চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র হিসাবে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মাঝি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মামুনুর রশিদ বেলাল।

দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুর পৌরসভা নির্বাচন। চাঁদপুর জেলা প্রশাসনরে পক্ষ থকে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌর এ নির্বাচনে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিজিবি, র‌্যাব ও এপিবিএন আনসারদের সমন্বয়ে গঠিত স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সমন্বয়ক হিসেবে রয়েছেন।

এদিকে গতকাল শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজের শহিদ রাজু ভবনে ৫২জন প্রিজাইডিং অফিসারের সঙ্গে ইভিএম মেশিন ব্যবহার, ভোট চলাকালীন সময়ে সংরক্ষণ ও ভোটগণনা শেষে তা ফেরৎ দেয়ার বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে ব্রিফিং করেছেন চাঁদপুর জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মো. তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন। এরপর চাঁদপুর উপজেলা কমপ্লেক্স ভবনে ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দায়িত্ব বণ্টনের চিঠি বিতরণ ও ভোটগ্রহণের সকল প্রকার মালামাল হস্তান্তর করেন। চাঁদপুর সদর উপজেলা কমপ্লেক্স ভবন হচ্ছে কন্ট্রোল রুম।

চাঁদপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, চাঁদপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানে সকল প্রস্তুতি নেয়া আছে। চাঁদপুর পৌরসভার ভোটার সংখ্যা এক লাখ ১৭ হাজার ৮শ’ ৮৬জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৯ হাজার ২৭ জন এবং

মহিলা ভোটার সংখ্যা ৫৮ হাজার ৮শ’ ৫৯ জন। ৬৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনজন মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের ১৪ জন এবং কাউন্সিলর প্রার্থী ৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। তিনি আরও বলেন, চাঁদপুর পৌরসভায় ওয়ার্ড সংখ্যা ১৫টি, ভোট কেন্দ্র ৫২টি ও ভোটগ্রহণ কক্ষ সংখ্যা ৩০৫টি। প্রতিটি কক্ষে দু’টি করে ইভিএম মেশিন থাকবে। তার মধ্যে একটি অতিরিক্ত থাকবে। প্রতি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, প্রতি কক্ষে একজন করে সহকারী প্রিজাইডিং অফিসার এবং দু’জন পোলিং অফিসার নির্বাচনে ভোট গ্রহণের কাজে দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রতি কেন্দ্রে ১০ জন করে আনসার, বিজিবি সদস্য ও প্রয়োজনীয় সংখ্যক পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন।

এদিকে বিএনপি প্রার্থী আক্তার হোসেন মাঝি ও ইসলামী আন্দোলনের প্রার্থী মামুনুর রশিদ বেলাল পৌরসভা নির্বাচনে ৫২টি কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করেছেন। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান জুয়েল কোনও কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম বলেন, আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী চাঁদপুর পৌর এলাকার ২১টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। যার জন্য আমরা ওইসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সদস্য রাখার ব্যবস্থা করেছি। এছাড়াও প্রয়োজনে মোবাইল টিম কাজ করছেন।

আজ নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন ও নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারের অনুমোদিত যানবাহন ব্যতীত অন্য কোনও পাবলিক পরিবহন চাঁদপুর পৌর নির্বাচনের সীমানার ভেতর চলাচল বন্ধ থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট দিতে একসঙ্গে ঢালিউডের ‘তিন কন্যা’, জানালেন প্রত্যাশা
ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
X
Fresh