• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২০, ১০:১১
কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ফরিদ হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার সকালে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

স্থানীয়রা জানান, গত সপ্তাহে একজনকে পেটানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা-রেজা মণ্ডল পক্ষের সঙ্গে রাশিদুল-লাবু শকাতি পক্ষের লোকজনদের মধ্যে বিরোধ হয়। আজ সকালে রাশিদুল ও শকাতি পক্ষের লোকজন বাদশা এবং রেজা মণ্ডলের বাড়ি ঘিরে ভাংচুর শুরু করলে দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহত ফরিদ হোসেন হাসপাতালে নেবার পথেই মারা যান।

নিহত ফরিদ ময়েন ফারাজির ছেলে ও রাশিদুল-লাবু শকাতি পক্ষের সমর্থক। ময়না তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহতের খবর ছড়িয়ে পড়লে গ্রামে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের টহলের কারণে গ্রামের বাইরে, মাঠে নির্জন এলাকায় অবস্থান নিয়েছেন পুরুষরা।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
X
Fresh