smc
logo
  • ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০, ১৫ কার্তিক ১৪২৭

বিয়ের ১৩ দিনের মাথায় কক্সবাজারের আবাসিক হোটেলে তরুণীর ঝুলন্ত মরদেহ

  কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ০৯ অক্টোবর ২০২০, ১৫:০১ | আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৫:২২
The body of a young woman, was found hanging, rtv news
কক্সবাজারের ইকরা বিচ নামের এই আবাসিক হোটেল থেকেই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়
কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল ইকরা বিচ থেকে পর্যটক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

সুরতহাল প্রতিবেদন শেষে শুক্রবার সকাল ১০ টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হোটেলের রেজিস্টার অনুযায়ী তরুণীর নাম সাথী আক্তার (১৯)।  বাবা খাইরুল ইসলাম পলাশ। জেলা- বরগুনা।

হোটেলে দেয়া তথ্য অনুযায়ী, মেয়েটি তার স্বামী অর্ণব শেখকে নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হোটেলটিতে উঠেন। তার স্বামী এখন পলাতক রয়েছে। কোর্ট ম্যারেজ করে ১৩ দিন আগে তাদের বিয়ে হয়।

স্বামী অর্ণব শেখ ফরিদপুর কোতোয়ালির ওলিপুর বাসিন্দা ফরিদ শেখের ছেলে।

এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ দে জানান, খবর পেয়ে হোটেলের একটি কক্ষ থেকে লাশটি ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা চলছে বলে জানান থানার ওসি তদন্ত।

এ প্রসঙ্গে হোটেলের পরিচালক হাসান মুরাদ আনাচ জানান, তারা ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে অবগত করেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি জানান, মরদেহ উদ্ধার থেকে ময়নাতদন্ত পর্যন্ত সকল প্রক্রিয়ায় হোটেল কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করছে। ঘটনার কারণ বের করতে তারাও চেষ্টা করছে বলে জানান হাসান মুরাদ।

জেবি/এম 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়