• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিএনপির ধর্ষণ বিরোধী বিক্ষোভে পুলিশের বাধা, ধস্তাধস্তিতে আহত ৫ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৮ অক্টোবর ২০২০, ১৪:৩১
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ বিরোধী মানববন্ধনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এতে অন্তত ৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে মানববন্ধন করতে জেলা পরিষদ মার্কেটের সামনে জড়ো হন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মামিনুল হক, জেলা ছাত্রদলর সাধারণ সম্পাদক ফুজায়ল চৌধুরীসহ কমপক্ষে ৫ জন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খাকন বলন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা করার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ পুলিশ এসে মারমুখী হয়, আমাদের ওপর আক্রমণ করে।

তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম পুলিশের বাধা দেয়া ও ধস্তাধস্তির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, সেখানে কোনো ধস্তাধস্তির ঘটনা ঘটেনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা চতুর্থ দিনের মতো ‘ধর্ষণ বিরোধী’ আন্দোলনে উত্তাল জাবি
৪ দাবিতে জাবি শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী মিছিল
X
Fresh