• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পদ পেতে বাবা-মা পাল্টে ফেলা ছাত্রদল নেতাকে অব্যাহতি

আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২০, ০৮:৪৩
ছাত্রদল
আবু সাঈদ মো. শাহিন

ছাত্রদলের পদ পেতে বাবা-মা'র নাম পাল্টে ফেলেছেন তিনি। অন্যের শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বাগিয়েছিলেন সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ। আলোচিত সেই ছাত্রদল নেতা আবু সাঈদ মো. শাহিনকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের তথ্য ফরমে অসত্য তথ্য দেয়ায় শাহিন আহমদকে অব্যাহতি দেয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। বিধায় তাদেরকেও চরমভাবে সতর্ক করা হলো।

আরও পড়ুন:
ভিপি নুরসহ ৬ আসামিকে গ্রেপ্তারের আবেদন ঢাবি ছাত্রীর
ঢাবি ছাত্রী ধর্ষণ: নুর ও তার অনুসারীদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের
দায়িত্ব পেলে ধর্ষণকে যাদুঘরে পাঠাতে চান বিদিশা এরশাদ

সেখানে আরও বলা হয়, দায়িত্বশীল নেতৃবৃন্দের নিকট থেকে অজবাবদিহিমূলক আচরণ অমার্জনীয় অপরাধ। বিধায় প্রথমবারের মতো ক্ষমাসুন্দর দৃষ্টিতে সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের আচরণ হলে গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা ছাত্রলের কমিটি ঘোষণার পর দলের পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের ‘প্রিয়ভাজন’ হওয়ায় আবু সাঈদ মো. শাহিনকে জালিয়াতির আশ্রয় নিয়ে সদর উপজেলার আহ্বায়ক পদে মনোনীত করা হয়।

উল্লেখ্য, গেলো ৮ সেপ্টেম্বর সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন সকল উপজেলা শাখাসহ ৩২টি ইউনিট কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রদল।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় ৭ আসামি আটক
রাজধানীতে ছাত্রদলের মিছিল
জাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৭
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব সম্পাদক নাছির
X
Fresh