• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লোকসানের মুখে পঞ্চগড় চিনিকল

রাজিউর রহমান রাজু, পঞ্চগড়

  ১০ মার্চ ২০১৭, ১৩:১৮

বিপুল অংকের লোকসানের বোঝা মাথায় নিয়ে চলছে পঞ্চগড় চিনিকল। উৎপাদন খরচ বৃদ্ধি, যান্ত্রিক ক্রটি আর নানা অনিয়ম-দূর্নীতিতে টানা লোকসানে পঞ্চগড় জেলার সবচে’ পুরানো ও সর্ববৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানটি। এদিকে, বেতন-বোনাস না পাওয়ায় শ্রমিক অসন্তোষ চরমে পৌঁছেছে।

১৯৬৫-৬৯ সালের সরকারের সময়ে দেশের সর্ব উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের ধাক্কামারা এলাকায় ৫৫.৫৫ মিলিয়ন টাকা ব্যয়ে ১৯৮.৪৬ একর জমির উপর স্থাপন করা হয় পঞ্চগড় সুগার মিলস লিমিটেড।

সবশেষ ২০০৫-০৬ অর্থ বছরে ১৪ লক্ষ টাকা মুনাফা হয়েছে। তারপর থেকেই চলছে লোকসান। গেলো অর্থবছরে উৎপাদিত ২ হাজার ৭৫৭ মেট্রিক টন চিনির মধ্যে ২ হাজার ২৫০ মেট্রিকটন ও চলতি অর্থ বছরের এখন পর্যন্ত উৎপাদনের ৩ হাজার ১০২ মেট্রিকটনসহ মোট ৫ হাজার ২৬০ মেট্রিকটন চিনি গুদামজাত রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৩ কোটি টাকা।

পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)এমদাদুল হক বলেন, লোকসান হয়েছে। তা পুষিয়ে নেয়ার চেষ্টাও হচ্ছে।

লোকসানের কারণে বেতন দেয়া যাচ্ছে না, কর্মকর্তা-কর্মচারিদের ফলে অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন তারা।

১০ কোটি টাকা পেনশনের টাকার দাবিতে এরমধ্যে অবসরে যাওয়া শ্রমিক-কর্মচারিরা মানববন্ধনও করেছেন। আখ চাষে লোকসান হওয়ায় চষিরা অন্য ফসল চাষের দিকে ঝুঁকছেন বলে জানা গেছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh