• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইয়াসমিন হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাজপথে বাবা-মা

আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ১৭:২৩
ইয়াসমিন হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাজপথে বাবা-মা
ইয়াসমিন হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিসারাবাড়ী গ্রামে শ্বশুরবাড়িতে গৃহবধূ ইয়াসমিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার ও স্বজনরা।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে এক মানববন্ধন থেকে ইয়াসমিনের বাবা আব্দুল আউয়াল এ দাবি জানান।

তিনি অভিযোগ করেন, যৌতুকের দাবিতে ২ অক্টোবর রাতে নির্যাতন করে ইয়াসমিনকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় তার স্বামী সাইফুল ও তার পরিবার। তাদের বিরুদ্ধে কসবা থানায় হত্যা মামলা করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।

তিনি আরও বলেন, কসবা থানা পুলিশ মরদেহ পোস্টমর্টেম করার সময় পরিবারের কোনও সদস্যকে সঙ্গে যেতে দেয়নি। পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি বলেও অভিযোগ ইয়াসমিনের বাবার।

মানববন্ধনে ইয়াসমিনের মা হ্যাপি আক্তার অভিযোগ করে বলেন, তার মেয়ের ঘাড়, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন ছিল। নির্যাতনে মৃত্যু হলেও আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য ইয়াসমিনের মরদেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়।