• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মামলার অগ্রগতি জানতে বেগমগঞ্জ থানায় চট্টগ্রামের ডিআইজি

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ১৩:২৭
Chittagong DIG at Begumganj, police station to know, rtv news
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রথমে বেগমগঞ্জ মডেল থানায় এসে মামলা দুটির অগ্রগতির খোঁজ-খবর নেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাগুলি পরিচালনা করছে। এ মামলা তদন্ত পরিচালনা করতে গিয়ে যদি আরও কারও নাম আসে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তাকেও এ মামলায় গ্রেপ্তার করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে গতকাল রাতে এজাহারনমীয় পাঁচ নম্বর আসামি সাজুকে ঢাকার শাহবাগ থেকে ও ভুক্তভোগী গৃহবধূর ২২ ধারায় জাবনবন্দি অনুযায়ী স্থানীয় ইউপি সদস্য সোহাগ মেম্বারকে আটক করা হয়। আজ আটককৃত বাদল, সাজু ও সোহাগ মেম্বারকে আদালতে তোলা হবে এবং তাদের প্রত্যেককে সাত দিন করে প্রত্যেকের রিমান্ড চাওয়া হবে বলে জানান বেগমগঞ্জ মডেল থানার।

প্রসঙ্গত, গেলো ২ সেপ্টম্বর নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরের খালপাড় এলাকায় অনৈতিক কাজের অভিযোগ তুলে ঘরে ঢুকে জোরপূর্বক বিবস্ত্র করে পাশবিক নির্যাতন করে ভিডিও ধারণ করে দেলোয়ার বাহিনীর এবং সেই ভিডিও গেলো ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফের মামুনুল হকের তিন মামলায় জামিন 
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
X
Fresh