• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঝালকাঠিতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২০, ১৯:৪৩
Human chain, in protest of rape, rtv news
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

নোয়াখালীসহ সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

৭১ এর চেতনা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধনের আয়োজন করে।

এতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধন থেকে নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের পর ভিডিও করে ফেসবুকে ভাইরাল করার তীব্র নিন্দা জানানো হয়।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : সুরমা থেকে সমুদ্রের উপকূল থামছে না নারীর চোখের জল
---------------------------------------------------------------------

এ ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, সাংবাদিক কে এম সবুজ, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি গোলাম সাঈদ খান, দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন অনিক মৃধা, ৭১ এর চেতনার সভাপতি গোপাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি, সহ-সভাপতি আনজুম রিমন, রক্ত কনিকা ফাউন্ডেশনের সদস্য লুৎফুন্নাহার ঐশি, স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার সদস্য শান্তা ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক উজ্জ্বল মজুমদার ও দুরন্ত ফাউন্ডেশনের কর্মশালা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক শিক্ষার্থী সৈয়দা ফাতিমা মিঠি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী হাজতিকে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জন বদলি
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
X
Fresh