• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা আটক 

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২০, ১০:৫১
Awami League leader arrested in extortion case
চাঁদাবাজি মামলায় আটক আওয়ামী লীগ নেতা মঈনুল

চাঁদাবাজির মামলায় ঘোড়াঘাটের আলোচিত ও একাধিক মামলার আসামি মঈনুল মাস্টারকে হিলি থেকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চারমাথা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। আটককৃত মঈনুল মাস্টার ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে। আটকের পর ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে মাদরাসায় কাজ করার সময় মঈনুল মাস্টার ও তার লোকজন কাজে বাধা দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। মাদরাসার লোকজন গত ১ তারিখে মঈনুল মাস্টারের নামে দুই লাখ টাকা চাঁদা দাবির মামলা করে থানায়। এই মামলায় তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গেলো সেপ্টেম্বর মাসে ইউএনও ওয়াহিদা খানমের বাসায় ঢুকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছিল।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনা প্রেস ক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
অচল গার্মেন্টসকে সচল দেখিয়ে ২ কোটি টাকা লোপাটের অভিযোগ
X
Fresh