• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ধর্ষণের প্রতিবাদে পাবনায় মিছিল ও ছাত্র সমাবেশ

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২০, ২২:২৩
Procession and student rally in Pabna to protest rape
ধর্ষণের প্রতিবাদে পাবনায় মিছিল ও ছাত্র সমাবেশ

দেশব্যাপী সংঘটিত যৌন হয়রানি, ধর্ষণের প্রতিবাদ ও তার একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনার তৃণমূল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের সংগঠন পাবনা স্টুডেন্টস এসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে।

শনিবার (৩ অক্টোবর) সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে যাত্রা শুরু করে বিক্ষোভ মিছিলটি পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে। এরপর ট্র্যাফিক মোড়ে এসে ছাত্র সমাবেশের রূপ নেয়। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জীবন কুমার সরকারের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা এম এইচ অনিক এর সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সদস্য স্মরণী আক্তার বর্ষা, আবির মোহাম্মদ জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছাত্রনেতারা ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ও ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল আদালত গঠন করে সারাদেশে দ্রুত সকল ধর্ষণের ঘটনায় বিচারের দাবি জানান। পাবনা স্টুডেন্টস এসোসিয়েশনের এই দাবিকে সাধুবাদ জানিয়ে পাবনার বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তিনদিনব্যাপী আবির্ভাব মহোৎসব
অবশেষে সেই অভিযুক্ত প্রেমিক সেলিম গ্রেপ্তার
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পাবনায় কসমেটিকসের গুদামে আগুন
X
Fresh