• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কিশোরী হত্যায় যুবকের ফাঁসি

অনলাইন ডেস্ক
  ০৯ মার্চ ২০১৭, ১৫:৩০

রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রীকে হত্যার দায়ে শফি উদ্দিন নামে এক যুবককে ফাঁসির আদেশ দিলেন আদালত।

জমি নিয়ে বিরোধের জেরে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই ছাত্রীকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ১২ জুলাই রাত সাড়ে ৭ টায় উপজেলার খামার কূর্শা গ্রামে সোলায়মানকে হত্যা করতে গিয়ে না পেয়ে, তার বড় ভাই আমিন উদ্দিনের মেয়ে আম্বিয়া খাতুনকে প্রতিপক্ষ শফি উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের চাচা সোলায়মান বাদি হয়ে ৬ জনকে আসামি করে ওই দিন রাতেই মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা এস আই মফিজ উদ্দিনর ওই বছরের ১৩ নভেম্বর আদালতে ১ জনের নামে চার্জশিট দাখিল করেন। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ, ময়নাতদন্তের রিপোর্ট পর্যালোচনা শেষে আসামি শফি উদ্দিনের মৃত্যুদণ্ডের রায় দেন। আসামি পলাতক থাকায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh