• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে র‌্যাব ও ডাকাতদলের গোলাগুলি, আটক ২ (ভিডিও)

আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২০, ২৩:৫২

কক্সবাজারের পালংখালী পাহাড়ে রোহিঙ্গা ডাকাত দলের দেশিয় অস্ত্র তৈরির কারাখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে র‌্যাবের সাথে ডাকাতদের মুখোমুখি গোলাগুলি হয়। এসময় অস্ত্রকারবারি ডাকাতদলের দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে র‌্যাব সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ওখান আমাদের অভিযান চলছে। পালংখালী পাহাড়ে রোহিঙ্গা ডাকাত দলের অবস্থান রয়েছে। তারা সেখানে বিভিন্ন দেশিয় অস্ত্র তৈরি করছিল। র্যাথব সেখানে অভিযানে গেলে তারা গুলিবর্ষণ করে। পরিস্থিতি মোকাবেলায় র্যাতবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত হয়েছে।

তিনি আরও বলেন, ডাকত দলের পাশাপাশি সেখানে মাদক ব্যবসায়ীদের অবস্থান রয়েছে। অভিযানকালে অন্য একটি অপরাধচক্র পালিয়ে গেছে। ঘটনার শুরুর দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ডাকাত দল গোলাগুলি করছিল। হতাহতের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযান শেষ হলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
কেএফ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
X
Fresh