• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজার সমুদ্র সৈকতের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২০, ১৮:১১
Fatin Itmam Mahmud
ফাতীন ইতমাম মাহমুদ

কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে পানিতে ডুবে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত ফাতীন ইতমাম মাহমুদ (২৩) ঢাকার মিরপুর-১২, ব্লক- সি বাসুপাড়া, ৩য় কলোনীতে থাকেন। তার বাবার নাম মাহমুদুল হোসাইন।

কক্সবাজার টুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ বেলা পৌনে ৪টার ফাতীন ৫ বন্ধুসহ সমুদ্রে গোসল করতে নামেন। এক পর্যায়ে ভাটার টানে তিনি পানিতে তলিয়ে যান। পরে টুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এর আগে ৫ জন বন্ধুসহ আজ ঢাকা হতে মোটর সাইকেলে করে তারা কক্সবাজারে আসেন। ১২ ঘণ্টা আগে ফাতীন ইতমাম মাহমুদ ফেসবুকে পোস্ট করেছিলেন। মোটর বাইক ও আকাশের চাঁদ মুঠোফোনে বন্দী করে লিখেছিলেন, চন্দ্রাহত, কয়েক ঘণ্টার মধ্যে সমুদ্রের পানিতে ডুবে মৃত্যু হলো তার।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের নির্দেশনা বাতিল
X
Fresh