• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

কারাগার থেকে মুঠোফোনে বাবা-মায়ের সঙ্গে মিন্নির কান্নাকাটি

আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২০, ২০:৫৭
Ayesha Siddique Minni
আয়েশা সিদ্দিকা মিন্নি

বরগুনা কারাগারে নারী বন্দীদের মধ্যে কনডেম সেলে একাই আছেন আয়েশা সিদ্দিকা মিন্নি। ওই কারাগারে মিন্নি ব্যতীত আর কোনও নারী বন্দি নেই। মানসিক কষ্টে আছেন মিন্নি। কারাগার থেকে মুঠোফোনে বাবা-মায়ের সঙ্গে কথা বলে কান্নাকাটি করছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বরগুনা কারাগার থেকে মিন্নি তার বাবার সঙ্গে কথা বলেছেন।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন বলেন, সকাল ১০টার দিকে মিন্নি আমার সঙ্গে আর ওর মায়ের সঙ্গে কথা বলেছিল। একা একটা নির্জন কক্ষে তাকে রাখা হয়েছে। কল করে কান্নাকাটি করছে। আমার মেয়ে নির্দোষ। আশা করি বিচার পাবো। আমরা উচ্চ আদালতে যাব।

আরও পড়ুন:
কারাগারে মিন্নি
ফাঁসির রায় ঘোষণার সময় যেমন ছিলেন মিন্নি
কারাগারের কনডেম সেলে মিন্নি ছাড়া আর কোনও নারী নেই

বরগুনা জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, এই কারাগারে মিন্নি একমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী আসামি। তিনি একাই কনডেম সেলে আছেন। রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। এই মুহূর্তে বরগুনা জেলা কারাগারের কনডেম এই ছয় বন্দী ব্যতীত আর কোনো কারাবন্দী নেই।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh