• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মহেশখালীতে লবণ মাঠ দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ০৯ মার্চ ২০১৭, ০৯:১৫

কক্সবাজারের মহেশখালীতে লবণের মাঠ দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জয়নাল আবেদীন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন।

বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নালের মৃত্যু হয়।

নিহত জয়নাল আবেদীন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাঁপুয়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

মহেশখালী উপজেলার কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুনুর রশিদ বলেন,
কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাঁপুয়া এলাকায় একটি লবণ মাঠের মালিকানা নিয়ে মো. তৌহিদ ও নিহত জয়নালের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়।

তিনি জানান, আহতদের চকরিয়া ও মহেশখালীর বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আহত জয়নাল আবেদীন চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh