• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মাছ চাষে সাফল্য [ভিডিও]

আরটিভি অনলাইন রিপোর্ট, পাবনা

  ০৯ মার্চ ২০১৭, ০৮:৩৫

মাছ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন পাবনার তিন ভাই। পাবনা সদরের টেবুনিয়া গ্রামের তিন ভাই জেহাদুল, শাহিদুল ও রাশিদুল উচ্চ শিক্ষা শেষ করে চাকরি শুরু করেন।

পরে ২০১২ সালে বাবার একটি পুকুরে শখের বসে মাছ চাষ শুরু করেন তারা।

লাভবান হওয়ায় চাকরি ছেড়ে ব্যাংক ঋণ নিয়ে পরিসর বাড়ান তারা। বর্তমানে ১৮টি পুকুরে রুই, কাতল, মৃগেল, শিং, পাবদা, টেংরাসহ প্রায় সবরকমের দেশীয় মাছ চাষ করছেন।

এছাড়া নতুন করে শুরু করেছেন পোল্ট্রি ও ডেইরি খামারসহ আম, পেয়ারা, বড়ই চাষ।

সব মিলে ৪৬ বিঘা জমির প্রকল্প গড়ে উঠেছে তাদের।

এতে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেক মানুষেরও।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ, সফল তিন ভাইয়ের মতো যদি শিক্ষিত বেকার যুবকেরাও কৃষিভিত্তিক বাণিজ্যে যুক্ত হয় তাহলে দেশে বেকার সমস্যা অনেক অংশেই সমাধান হবে।

আরকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh