• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফেসবুকে পোস্ট দিয়ে শাবি ছাত্রীর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২০, ১৩:১৪
Shabi student, will post suicide on, rtv news
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আছিয়া আক্তার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বগুড়া সদর থানার মঠুয়া গ্রামে আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা ধারণা করছেন, প্রেমসংক্রান্ত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নিহত ছাত্রীর নাম আছিয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ওই গ্রামের মো. জালাল উদ্দিনের মেয়ে।

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন আছিয়া।

তিনি ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘আমার ব্যবহারে কেউ কোনও দিন কষ্ট পেলে দয়া করে আমায় মাফ করবেন। কারণ মৃত্যু কার কখন দুয়ারে আসে আমরা কেউ বলতে পারি না; আল্লাহপাক সবাইকে ভালো রাখবেন।’

আছিয়ার ভাই আমীন বলেন, আমি প্রায় রাত সাড়ে ১২টা পর্যন্ত বারান্দায় বসে পড়াশোনা করে রাত একটার দিকে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরে মা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জেগে দেখেন আছিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে আমরা তাকে নামিয়ে আনি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবরটা জানার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিষেককে গোপনে বিয়ে, আত্মহত্যা করতে গিয়েছিলেন জাহ্নবী
মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে, বেড়েছে মাদরাসায়
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
X
Fresh