• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ময়মনসিংহে ইমাম হত্যাকাণ্ডে জড়িত দুজন গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:০৩
Two arrested in connection, rtv news
আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ইমাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ বুধবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজ শেখ (২৫) ও সুজন মিয়া (২৫)। তারা এ মামলার এজাহারভুক্ত আসামি।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ কামাল আকন্দ আরটিভি নিউজকে জানান, গেলো ১৯ সেপ্টেম্বর গফরগাঁও উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামে এশার নামায শেষে বাড়ি ফেরার পথে সাধুয়া মসজিদের ইমাম হাফেজ মাওলা আজিম উদ্দীনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় পরদিন তার স্ত্রী বিলকিছ খাতুন বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি সিরাজ শেখ ও সুজন মিয়া। তাদেরকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে তারা সিরাজ শেখ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা 
X
Fresh