• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে কয়েল কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৯
Illegal gas connection, to coil factory, rtv news
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের দুই নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় অবস্থিত প্রিন্স ও আসাদুজ্জামানের মালিকানাধীন দুটি কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে র‌্যাব ও তিতাস কর্তৃপক্ষ।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই দুটি কয়েল কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে এটি আমাদের নিয়মিত অভিযান।অভিযানে প্রিন্স এবং আসাদুজ্জামান মালিকানাধীন দুটি কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ছয়টি বার্নারসহ ৫০ ফুট হোস পাইপ জব্দ করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের এই অভিযান নিয়মিত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, মো. রফিকুল ইসলাম, উপ- ব্যবস্থাপক মো. শাহিনুজ্জামান, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন ও আফসার উদ্দিন।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সোনাইমুড়িতে নতুন গ্যাস কূপের সন্ধান, খনন কাজ শুরু
যেসব এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
X
Fresh