• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে দুই দর্শনার্থী আহত

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৬
স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে দুই দর্শনার্থী আহত
ফাইল ছবি

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা খসে রোগী দেখতে আসা দুই দর্শনার্থী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত আটটার দিকে।

আহতরা হলেন- ডাকুয়া ইউনিয়নের খোরশেদ আলম (৫২), গজালিয়া ইউনিয়নের রুহুল আমিন (৪২)।

আহতদের ওই হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনার খবর পেয়ে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত খোরশেদ আলম বলেন, ‘ওই হাসপাতালে আমার নাতি ভর্তি আছে। তাকে দেখতে রাত ৮টার দিকে হাসপাতালে যাই এবং আমার নাতির বেডের কাছে যাওয়া মাত্রই হঠাৎ করে ওপর থেকে বিল্ডিংয়ের পলেস্তারা খসে আমার মাথার ওপর পড়ে। এ সময় আমার পাশে থাকা রুহুল নামের অপর এক লোকের গায়ে পরলেও সে আহত হন’।

এ বিষয় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মু. মনির হোসেন জানান, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে মহিলা ও শিশু ওয়ার্ড রয়েছে সে বিল্ডিংটি ১৯৬৮ সালে নির্মাণ করা হয়। বছর দুয়েক আগে একবার সংস্কার করা হয়েছে কিন্তু তাও কাজে আসেনি। আমরা এখন শিশু ও মহিলা ওয়ার্ড অন্য জায়গায় সরিয়ে নেয়ার ব্যবস্থা করছি।

পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই বিল্ডিংটি পুরাতন হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া নতুন ভবনের জন্য আজই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।

আরও পড়ুন: সরকারি চাকরি দেয়ার নামে বেকারদের দেড় কোটি টাকা আত্মসাৎ

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
X
Fresh