• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সরকারি চাকরি দেয়ার নামে বেকারদের দেড় কোটি টাকা আত্মসাৎ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৬
সরকারি চাকরি দেয়ার নামে বেকারদের দেড় কোটি টাকা আত্মসাৎ
ফাইল ছবি

জামালপুর, শেরপুরসহ প্রত্যন্ত অঞ্চলের বেকার-যুবকদের সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪।
আটককৃতরা হলো- নুর হোসেন, রানা মিয়া, মমিনুর রহমান, মুরাদুজ্জামান, শামীম হোসেন, আরিফুল ইসলাম, ফেরদৌস অহিদ তুষার, মাহাবুর রহমান মুন্সি, ফারুক মোল্লা ও বাবুল ওরফে বিজয়।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৪ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন জানান, গত ২৬ সেপ্টেম্বর দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরীহ মানুষকে সরকারি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে সোমবার দুপুর থেকে প্রায় ১০ ঘণ্টা রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১০ প্রতারককে আটক করে র‌্যাব।
তিনি আরও জানান, প্রতারকরা গত ফেব্রুয়ারি ও মার্চ এই দুই মাসে ২২ জনের কাছ থেকে ১ কোটি ৫৫ লাখ হাতিয়ে নিয়েছে। তারা দীর্ঘদিন যাবত এই প্রতারণার ব্যবসা করে আসছিল।

এসএস