• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

‘মাস্ক ছাড়া কেউ পূজামণ্ডপে প্রবেশ করতে পারবে না’

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪০
'No one can, enter the shrine without a mask', rtv news, rtv news
ফাইল ছবি

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, শারদীয় দুর্গোৎসব সর্বজনীন। বিগত দুটি ঈদের সময় আমরা যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছি, ঠিক সেভাবেই পূজাতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরিধান ছাড়া কেউ মণ্ডপ এলাকায় প্রবেশ করতে পারবেন না।

সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, আইনশৃঙ্খলা কমিটির বাইরে প্রত্যেক মণ্ডপে আলাদাভাবে কমিটি করতে হবে। আয়োজকদের পক্ষ থেকে এ কমিটি করতে হবে। তারা পর্যায়ক্রমে মণ্ডপ পাহারা দিবে।

তিনি বলেন, মাদক ব্যবহার রোধ করতে হবে। এজন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। অনুমোদিত মদের দোকান দশমী পর্যন্ত বন্ধ রাখতে হবে।

পূজামণ্ডপের বিভিন্ন দিক বিবেচনা করে পুরস্কার প্রদান করা হবে বলেও ঘোষণা দেন জেলা প্রশাসক।

সভায় ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানসহ পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বেওয়ারিশ কুকুরের দায়িত্ব নিলে তা পরিপূর্ণভাবেই নিন: মেয়র তাপস

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের সিনেমার বেহাল দশা দেখে হতাশ পূজা চেরি
‘ধর্ম মানেই পূজা করতে হবে বা নামাজ পড়তে হবে, এমনটা আমি মানি না’
ছবি নিয়ে রাজনীতি, কান্নায় ভেঙে পড়লেন নায়ক
৪৬ কিমি খালি পায়ে হেঁটে ঋষভের জন্য পূজা দিলেন উর্বশী!
X
Fresh