• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ধান-চাল মজুত রাখায় বাজার অস্থিতিশীল: খাদ্যমন্ত্রী

আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৬
Market unstable, due to stockpiling, rtv news
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

এক শ্রেণির অসাধু চালকল মালিক অবৈধভাবে ধান ও চাল মজুত রাখার জন্য চালের বাজার অস্থিতিশীল হয়েছে। বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যভবন সভাকক্ষে চালকল মালিক ও চাল ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আক্ষেপ করে বলেন, হাজার হাজার মেট্রিক টন ধান আমার নিজের এলাকায় মজুত আছে।

খাদ্যমন্ত্রী বলেন, দুই শতাংশ ধানও কৃষকের কাছে নেই। আমি দেশের বিভিন্ন এলাকা ঘুরেছি। বড় বড় মিলার কিছু ধান মজুত রেখেছে, এতে সমস্যা নেই। কিন্তু মিল বন্ধ, লাইসেন্স নবায়ন করেনি এমন মিলারও ৫০০, হাজার মেট্রিক টন ধান মুজত রেখেছে।

তিনি আরও বলেন, একটা বন্ধ করা মিলে এক হাজার মেট্রিক টন ধান ও ৭০০ মেট্রিক টন চাল মজুত করে রাখা হয়েছে। এসব কী সরকারকে পরিকল্পিতভাবে বেকায়দায় ফেলানোর জন্য করা হচ্ছে? এমনকি যেসব মিল মালিক এ ধরনের অবৈধ মজুত করছেন না, তারাও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করছেন না।

খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
নারী হাজতিকে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জন বদলি
X
Fresh