• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রবল স্রোতে ভেসে গেলো রাবেয়া

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৯
Rabea was swept, away by the strong, rtv news
নীলফামারী

নীলফামারীর ডোমারে নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতের তোড়ে পড়ে রাবেয়া খাতুন (১১) নামে এক শিশু মারা গেছে। সে হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার তছলিম উদ্দিনের মেয়ে ও সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গতকাল সোমবার দুপুরে খানাবাড়ী এলাকার শাহ কলোন্দর নদীতে ঘটনাটি ঘটে।

রাবেয়া খাতুনের দাদা মাওলানা মাহতাব উদ্দিন আরটিভি নিউজকে জানান, রাবেয়া খাতুন ও তার বান্ধবীরা মিলে বাড়ির পাশে শাহ কলোন্দর নদীতে গোসল করতে নামে। এ সময় তার বান্ধবীরা তাকে দেখতে না পেয়ে চিৎকার চেচামেচি শুরু করে। স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজির পর আধা কিলোমিটার দূরে খানাবাড়ী ঈদগাহ ময়দানসংলগ্ন নদীর বাকের স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে।

গোসল করতে নেমে নদীতে ডুবে স্কুলছাত্রী রাবেয়া খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম।

জেবি/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
বেটিং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মালান!
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
X
Fresh