• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বর্ণ পাচার মামলায় ট্রাফিক সহকারির আত্মসমর্পণ

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৮ মার্চ ২০১৭, ১৮:৩৬

স্বর্ণ পাচার মামলার আসামি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক সহকারি কেএম নুরুদ্দিন আদালতে আত্মসমপর্ণ করেছেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নূর এ আদেশ দিয়েছেন।

নুরুদ্দিন ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার কেএম আমীর আলীর ছেলে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর এডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাবলু আরটিভি অনলাইনকে জানান, ২০১৩ সালে বিমানবন্দরে ২৫টি স্বর্ণবার উদ্ধারের সময় নুরুদ্দিন কর্মরত ছিলেন। দুদক মামলাটির অভিযোগপত্র দাখিল করলে আনিসুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh