smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ

  আরটিভি নিউজ

|  ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৭ | আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:১৪
Shimulia-Kathalbari
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে
নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার দুপুর ২টা থেকে এরুটের ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। এর আগে সকাল থেকে এরুটে সীমিত আকারে ৫টি ফেরি চলাচল করছিলো। 

এই নৌরুটের লৌহজং চায়না চ্যানেলের সামনে পদ্মা সেতুর ২৪ নম্বর পিলারের সামনে ২ ঘন্টার ব্যবধানে পলি জমে প্রায় ৩ ফিট পানি কমে নাব্যতা সংকট দেখা দিলে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। উভয় পাড়ে পারাপারের অপক্ষোয় রয়েছে আড়াই শতাধিক যানবাহন ।

বিআইডাব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারি উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল করছিলো। চায়না চ্যানেলের সামনে পদ্মাসেতুর ২৪ নম্বর পিলারের সামনে ২ ঘণ্টার ব্যবধানে পলি জমে প্রায় ৩ ফিট পানি কমে নাব্যতা সংকট দেখা দেয়। যেখানে পানি ছিলো ৪ ফিট। সেখানে পানি হয়ে দাঁড়ায় ৫ ফিটেরও কম। ফলে নাব্যতা সংকটে দুপুর ২ টা থেকে এ রুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। উভয় পাঁড়ে পারাপারের অপক্ষোয় রয়েছে প্রায় আড়াই শতাধিক যানবাহন ।

এসজে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়