• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কোনাপাড়ায় তরল লোহায় দগ্ধ শান্তর মৃত্যু

আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৮
Death (symbolic image)
মৃত্যু (প্রতীকী ছবি)

রাজধানীর ডেমরা কোনাপাড়ায় স্টিল মিলে তরল লোহা শরীরে পড়ে দগ্ধ ৫ কর্মচারীর মধ্যে ইয়ার হোসেন শান্ত (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলে এ ঘটনা ঘটে। বাকি দগ্ধরা হলেন, আল আমিন (১৮), জসিম উদ্দিন (৪৫), জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭)।

ইয়ার হোসেনের মামা মো. ফিরোজ আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে ইয়ার। অবিবাহিত ইয়ার হোসেন থাকতেন কোনাপাড়াতেই।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এ ঘটনায় ৩ জন ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে আল আমিনের শরীরের ২৮ শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ও ইয়ার হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭) চিকিৎসা নিয়ে ঘটনার পরের দিনই চলে গিয়েছিলেন।

কেএফ/জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh