• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারী বর্ষণে পঞ্চগড় শহরসহ ৫ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত   

পঞ্চগড় সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৫
ভারি বর্ষণে পঞ্চগড় শহরসহ ৫ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত   

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় হঠাৎ কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও ভারী বর্ষণের ফলে থমকে গেছে সাধারণ মানুষের জনজীবনে। ভারি বর্ষণের ফলে পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকাসহ জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি জীবনযাপন করছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার বিভিন্ন এলাকায় ভারি বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার এমন চিত্র দেখা যায়। বিভিন্ন এলাকার মানুষ আশ্রয়স্থল হিসাবে নিকটবর্তী বিদ্যালয়ে আশ্রয় নেয়ার খবর পাওয়া গেছে।

পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন জানান, লাগাতার ভারি বর্ষণের ফলে আমারদের বাড়িঘর পানি উঠেছে।

উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বাসিন্দা মজিবর রহমান জানান, কয়েকদিনের ভারি বর্ষণে সবজি ক্ষেতসহ বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে।

পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার সাদাত সম্রাট জানান, হঠাৎ করে ভারি বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা পানিবন্দি পরিবারের সবসময় খোঁজ নিচ্ছি এবং তাদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন শুঁকনো খাবার বিতরণ করেছি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আবহাওয়ার এই অবস্থা আরও দুই-একদিন থাকতে পারে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৮
X
Fresh