smc
logo
  • ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২০, ৪ কার্তিক ১৪২৭

ধর্ষকদের বিচার চেয়ে রাঙামাটিতে মানববন্ধন

  রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

|  ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:০১ | আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৮
Human chain, in Rangamati rather, rtv news
ফাইল ছবি
তিন পার্বত্য জেলাসহ সারাদেশে নারী নির্যাতনকারী ও ধর্ষকদের বিচার চেয়ে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এতে উপস্থিত ছিলেন সাবেক মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, অ্যাডভোকেট সুস্মিতা দেওয়ান, সিএইচটি ওম্যান অ্যাকটিভিস্টের সমন্বয়ক সুস্মিতা চাকমা, মারমা স্টুডেন্টস কাউন্সিলের জেলা সভাপতি রাম্রাচাই মারমা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস কাউন্সিলের জেলার সাধারণ সম্পাদক জগদীশ তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক সীমা ত্রিপুরা ও কলেজ শিক্ষার্থী সুমনা চাকমা।

মানববন্ধনে বক্তারা বলনে, সারাদেশসহ তিন পার্বত্য জেলায় প্রতিনিয়ত নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। একটি স্বাধীন দেশে নারীরা নিরাপদে ঘুরাফেরা করতে পারে না, এটা মেনে নেয়া যায় না। ধর্ষণের বিচার না হওয়াতে একের পর এক এমন জঘন্য ঘটনা ঘটছে। গত এক মাসে পাহাড়ে চারটি ধর্ষণের ঘটনা ঘটলেও একটিরও বিচার হয়নি।

বক্তারা আরও বলেন, গেলো  বুধবার রাতে খাগড়াছড়ি এবং গতকাল শুক্রবার সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। এই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তারা।

প্রসঙ্গত, গেলো বুধবার রাতে খাগড়াছড়ি জেলা শহরের গোলাবাড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি বাড়িতে রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে মা-বাবাকে বেঁধে রেখে তাদের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ এবং লুটপাট করে দুর্বৃত্তরা।

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়