• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভোট শুরুর ৩ ঘণ্টা পরই পুনর্নির্বাচনের দাবি বিএনপির

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:১১
The BNP candidate demanded re-election 3 hours after the polling
পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

নানা অনিয়মের অভিযোগ তুলে পাবনা-৪ আসনের উপনির্বাচন পুনরায় করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শাহপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের প্রায় এক-দেড়শ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সবাই পালিয়ে বেড়াচ্ছে মামলার ভয়ে। কেন্দ্রগুলোতে কেউ আসতে পারছে না। কোনও কেন্দ্রে আমাদের এজেন্ট দিতে পারিনি। এ কারণে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।

এর আগে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায়। একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পাবনা-৪ আসনে দুইটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮১ হাজার ১১২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১২৯টি। এসব ভোট কেন্দ্রে দুই হাজার ৩০১ জন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান হলেন এমপির এপিএস 
চাঁদপুরে উপনির্বাচনে মফিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত
মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র আফরিন
নারায়ণগঞ্জে ইউপি উপনির্বাচনে ফল ঘোষণার পর সংঘর্ষ, যুবক নিহত
X
Fresh