• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পদ্মায় ১৩ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ২

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮
Boat sinks with 15 passengers in Padma, 2 missing
পদ্মায় ১৫ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান

রাজশাহীর পবা উপজেলার হারুপুরে পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ জন উদ্ধার হলেও ২ জন এখনও নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে ১৩ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা নিয়ে পদ্মা নদীতে বেড়াচ্ছিলেন। বিকেল ৫টার দিকে নৌকাটি পদ্মার হারুপুরে ডুবে যায়। ১১ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে এসে পৌঁছায়। বাকি ২ জন এখনও নিখোঁজ রয়েছে। নৌকার ১৩ জন যাত্রীই রাজশাহীর খোলাবোনা এলাকার বাসিন্দা। নিখোঁজরা হলেন - সূচনা (২০) ও রিমন (১৪)।

জাকির হোসেন আরও জানান, উদ্ধারকৃতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার নাম ইশতিয়াক হোসেন হৃদয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। জেলা প্রশাসক আবদুল জলিল ঘনটাস্থল পরিদর্শন করেছেন।
পি


মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেঁটে পদ্মাসেতুর রূপ উপভোগ করলেন ভুটানের রাজা
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
এক্সিম ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন পদ্মার আমানতকারীরা
একীভূত হচ্ছে পদ্মা ও এক্সিম ব্যাংক, চুক্তি সোমবার
X
Fresh