• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ফুলের রশি দিয়ে গাড়ি টেনে এসপি মাসুদকে বিদায় দিলেন পুলিশ সদস্যরা

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:২০
Superintendent of Police ABM Masud Hossain
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন

ফুল দিয়ে গাড়ি সাজিয়ে সেই গাড়িকে ফুলের রশি দিয়ে টেনে, ব্যান্ডের তালে তালে আর সুরেলা বাঁশি বাজিয়ে কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) কে বিদায় জানিয়েছেন পুলিশ সদসরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এবিএম মাসুদ হোসেন কক্সবাজার পুলিশ লাইন্স ছেড়েছেন। এ সময় পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে তাকে রাস্তায় তুলে দেন। এসপিকে বহনকারী গাড়িকে ফুল দিয়ে সাজানোর পর দুটি রশি দিয়ে বেঁধে রশি দুটিকে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে গাড়ি টেনে তাকে কলাতলি বাইপাসের রাস্তায় তুলে দেন।

এসপির বিদায়ের সময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে ওঠেন। এর আগে বিদায়ী এসপি পুলিশ লাইন্সে বিদায়ী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করেন। তার বিদায় বেলায় গাড়ির সামনের দিকে বাঁধা দুটি রশি গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিল। এসপির গাড়িটিকেও সাজিয়ে দেয়া হয়েছিল ফুল দিয়ে।

এসময় তাকে শুভেচ্ছা জানান কক্সবাজারের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএম (বার),জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা, বিভিন্ন থানার ওসিগণ, ডিবি,ডিএসবি, ট্রাফিক পুলিশসহ অনেকে।

গত ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহী পুলিশ সুপার হওয়ার আগে তিনি কক্সবাজার জেলা পুলিশ সুপার ছিলেন।

এদিকে, কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএম গত ২৩ সেপ্টেম্বর তার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি তার কার্যালয়ে যান।

এর আগে তিনি ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) পদে দায়িত্বপালনকালীন সময়ে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পান। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এবিএম মাসুদ হোসেন কক্সবাজারের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
নাফ নদীতে বিজিপির গুলি, গুলিবিদ্ধ ২ বাংলাদেশি
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
X
Fresh