• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কমতে শুরু করেছে তিস্তার পানি

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি

  ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:০২
Teesta water has, started to decrease, rtv news
তিস্তা নদী

লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে ভারি বর্ষণ ও উজানের ঢলে গেলো বুধবার রাত থেকে তিস্তার পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে। এতে ১৫টি চরের মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া রক্ষণাবেক্ষণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, তিস্তার পানি আজ শুক্রবার সকাল ছয়টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।

এদিকে পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নেরা গোবর্ধণ, বালাপাড়া ও কুটিরপাড়সহ বেশ কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। এসব এলাকায় ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
তাপ কমাতে দৈনিক ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
মহিষকে পানি খাওয়াতে যাওয়ার পথে কিশোরের মৃত্যু 
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
X
Fresh