• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৯
15 injured in Fatullah, gang attack, rtv news
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লা বাড়ৈভোগ এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় কিশোর গ্যাং ফেরদৌস বাহিনীর হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনার পর আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়।

তাদের মধ্যে গুরুতর আহত বুলু ও হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।

সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য মীর জাকারিয়া জাকির আরটিভি নিউজকে জানান, মসজিদের সামনে ফেরদৌস বাহিনীর দুই পক্ষের মধ্যে মাদক নিয়ে সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন আরটিভি নিউজকে জানান, দুই দল মাদক বিক্রেতার মধ্যে সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিশোর গ্যাং হউক কিংবা যেকোনো অপরাধী হউক কাউকে ছাড় দেয়া হবে না।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
হাতিয়ায় হেলমেট বাহিনীর তাণ্ডব, ব্যবসায়ীর দোকান ভাঙচুর
X
Fresh