• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গুলশানের অভিজাত রেস্তোরাঁয় পাওয়া গেলো হুক্কা, আছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য

আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩১
Hookah was found, in an elite restaurant in Gulshan, rtv news
হুক্কা

রাজধানী গুলশানের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ, বিয়ার ও সীসা জব্দ করা হয়েছে। সেইসঙ্গে দুজনকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার রাতে গুলশানের হর্স অ্যান্ড হর্স নামের রেস্তোরাঁয় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক দুজন হলেন, রেস্তোরাঁর ব্যবস্থাপক মনির হোসেন ও ক্যাশিয়ার সরোয়ার আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চল গুলশানের কর্মকর্তারা রেস্তোরাঁটিতে অভিযান শুরু করে। রাত ১২টা পর্যন্ত চলা অভিযানে রেস্তোরাঁয় বিপুল পরিমাণ মদ, বিয়ার ও সীসার অবৈধ মজুত পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান অঞ্চলের পরিদর্শক শামসুল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রেস্তোরাঁটিতে অভিযান চালানো হয়। রেস্তোরাঁটি থেকে ২০৩ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ৮১০ ক্যান বিয়ার, দুই কেজি নিষিদ্ধ সিসা ও তিনটি হুক্কা জব্দ করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় মামলা করা হয়েছে। আটক দুজনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচার, গ্রেপ্তার ‌১
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি ছাড়ার হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা
গুলশানে ফল বিক্রেতাদের হামলায় প্রকৌশলীসহ আহত ৩
X
Fresh